সংস্কারের জের, আগামী রবিবার থেকে টানা এক সপ্তাহ বন্ধ থাকবে উত্তর কলকাতার বাগবাজারের কাশী মিত্র শ্মশান (Kashi Mitra crematorium)। কলকাতা পুরসভার অধীনস্থ ৭টি শ্মশানের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্মশানে একটি কাঠের চুল্লি এবং একটি বৈদ্যুতিক চুল্লি রয়েছে। দীর্ঘ দিন ধরে দাহ হওয়ার ফলে বৈদ্যুতিক চুল্লির সংস্কারের প্রয়োজন পড়েছে। তাই বৈদ্যুতিক চুল্লির মেরামতি- সহ একাধিক সংস্কারের কাজ করতে হবে তাই এক সপ্তাহ সম্পূর্ণ বন্ধ থাকবে কাশী মিত্র শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লির পরিষেবা।
নিমতলা শ্মশানের পার্শ্ববর্তী কাশী মিত্র শ্মশান বেশ পুরনো। কর্তৃপক্ষ জানিয়েছে ১৬ই জুন রবিবার সকাল ৮টা থেকে ২৩ জুন রবিবার সকাল ৮ টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। অর্থাৎ দাহ কাজ হবে না। এই শ্মশানে একটি বৈদ্যুতিক চুল্লি ও একটি কাঠের চুল্লি রয়েছে। যদিও এই সময়ে কলকাতা পুরসভার বাকি শ্মশানগুলিতে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কেএমসি (KMC)।