‘বুমেরাং’ মুক্তি পেতেই ছেলেকে প্রকাশ্যে আনলেন জিৎ!

0
1

খালি গায়ে মিষ্টি হাসি মুখে প্রকাশ্যে রোনভ। নামটা অনেকেই না চেনা হলেও মাস ছয়েকের শিশুর বাবাকে একডাকে চেনে বাংলা ও বাঙালি। কথা হচ্ছে সুপারস্টার জিতকে (Jeet) নিয়ে। ছেলের জন্মের ঠিক ৬ মাস পর তাঁকে সকলের সামনে আনলেন ‘বুমেরাং’ (Boomerang) অভিনেতা। সমাজমাধ্যমে ছেলের তিনটে ছবি দিয়েছেন বাংলা ছবির ‘বস’। প্রথম ছবিতে একা পায়ের উপর পা তুলে শুয়ে আছে ছোট্ট রোনভ, যা দেখে নেটিজেনরা বলছে এক্কেবারে ‘বাপ কা বেটা’। দ্বিতীয় ছবিতে স্ত্রী কন্যার সঙ্গেই ছেলে কোলে অভিনেতা আর তৃতীয় ছবিতে গোটা মদনানি পরিবারকে দেখা গেছে।

কন্যা সন্তান হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হয়েছেন জিৎ এবং মোহনা। চলতি বছর মকরসংক্রান্তির দিন ছেলের জন্ম হয়। এরপর থেকে তাঁকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে জিতের নতুন ছবি ‘বুমেরাং’। বেশ প্রশংসিত হয়েছে এই সিনেমা। এই প্রথমবার রুক্মিণী মৈত্রের সঙ্গে জুটি বাঁধলেন টলিউডের ‘সাথী’ সাফল্যের পরই ছেলেকে সমাজমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। আর ছবি আপলোড হওয়া থেকেই নায়কের পেজে শুভেচ্ছার বন্যা।