লোকসভা নির্বাচনে আরএসএস-এর কোনও মতামত নেয়নি বিজেপি। নির্বাচনে ভরাডুবির পরে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একের পর এক বিজেপির ভ্রান্ত নীতি সমালোচনা করেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। এবার বিজেপির খারাপ ফলের পরে বিজেপির ‘ঔদ্ধত্য’ নিয়ে সমালোচনায় সরব আরেক আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।

ধর্মীয় ইস্যুতে দেশে নির্বাচন পরিচালনা করেছে বিজেপি, বিরোধীদের পক্ষ থেকে বারবার নির্বাচন কমিশনে এনিয়ে অভিযোগ জানানোর পরেও বিজেপির তোষামোদ করতে থাকা কমিশন গোটা নির্বাচন প্রক্রিয়ায় কোনও পদক্ষেপ নেয়নি। এবার বিজেপির সেই ‘রামনাম’কেই কাঠগড়ায় তুললেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।

তিনি দাবি করেন, “যে রাজনৈতিক দল (রামের প্রতি) ভক্তি দেখিয়েছে কিন্তু উদ্ধত হয়ে গিয়েছে তারা থেমে গিয়েছে ২৪১-এ।” ঠিক এভাবেই মোহন ভাগবতও বিজেপির ঔদ্ধত্যকে কাঠগড়ায় তুলেছিলেন। কার্যত গোটা নির্বাচনে যেভাবে ‘মোদি গ্যারান্টি’র নামে গোটা সরকার, বিজেপি এমনকি আরএসএস-এর নির্বাচনী প্রক্রিয়ায় ভূমিকাকে খাটো করে দেখিয়েছেন, তারই সমালোচনায় প্রকাশ্যে সরব আরএসএস নেতারা। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া মোদি যেভাবে ফলাফলের পরে ‘একসাথে চলো’ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এনডিএ জোটের নেতাদের, তাতেই প্রকাশ্যে তাঁর অহংকার ভাঙাকে বিদ্রুপ আরএসএস-এরও।

যদিও আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার নির্বাচনের ফলাফলকে ধর্মীয় তত্ত্ব দিয়েই ব্যাখ্যা করেছেন। তাঁর মতে I.N.D.I.A. জোট সদস্যরা রামের প্রতি ভক্তি দেখায়নি বলে তাঁরা ২৩৪ আসনে থেমে গিয়েছেন। অন্যদিকে এনডিএ জোট সদস্যরা রামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেই সরকার গঠন করতে পেরেছেন। কার্যত রাজনীতির ভিতরে ধর্মীয় বিষ মেশানোর কোনও প্রচেষ্টাই যে আরএসএস ছাড়ছে না, তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন।









































































































































