রাজ্যের কোন স্কুলে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে? তথ্য চাইল হাইকোর্ট

0
3

কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ১০ জুন থেকে রাজ্য সরকারি স্কুলগুলি খুলে দেওয়ার কথা বলা হলেও বেশ কিছু স্কুল এখনও খোলা সম্ভব হয়নি। এর জেরে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। তাই এবার রাজ্যের কোন স্কুলে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে সে বিষয়ে তথ্য চাইল কলকাতা হাইকোর্ট।

১৮ জুনের মধ্যে কেন্দ্র ও রাজ্য দু’পক্ষই এর রিপোর্ট জমা দেবে নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। ১৯ জুন পর্যন্ত রাজ্যের কেন্দ্রীয় বাহিনী থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য স্কুলগুলিকে বেছে নেওয়া হয়েছে। ফলে স্কুল খুললেও শুরু করা সম্ভব হচ্ছেনা পঠন পাঠন। এদিকে আদালতের সাফ বক্তব্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীকে থাকার কথা বলা হলেও সেজন্য যাতে কোনোভাবেই পড়াশোনায় ক্ষতি না হয় সেদিকেও নজর দিতে হবে। কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, সেই খতিয়ানই চেয়েছে আদালত। ১৮ জুন কেন্দ্রীয় রাজ্য উভয়ে রিপোর্ট দেওয়ার পরেই সিদ্ধান্ত গ্রহণ করবে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ৩ জুন স্কুল খুললেও আরও সাত দিন অতিরিক্ত সময় নিয়ে দশ তারিখ থেকে পাকাপাকিভাবে স্কুল খোলার কথা জানায় মধ্যশিক্ষা পর্ষদ। যার অন্যতম কারণ ছিল কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর স্কুল গুলিকে পঠন পাঠনের জন্য উপযুক্ত করে তোলা। কিন্তু বেশ কিছু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থেকে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। এদিকে নবান্নের তরফেও কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে স্কুলগুলিতে আর কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে না, তাদের থাকার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন- বিরাটের পাশে দাঁড়ালেন দলের সতীর্থ, বললেন খুব তাড়াতাড়ি রানে ফিরবেন তিনি