আজ থেকে শুরু ইউরো, প্রথম ম্যাচে নামার আগে বিপাকে ফ্রান্স

0
3

আজ থেকে শুরু হতে চলেছে ইউরো কাপ। প্রথম ম্যাচে জার্মানির সামনে স্কটল্যান্ড। ইউরোর প্রস্তুতিতে ব্যস্ত সব দল। তবে তার আগে বিপর্যয় ফ্রান্স শিবিরে। ভাইরাসে আক্রান্ত কিলিয়ান এমবাপে, ডেম্বেলে,কোমানরা। এমনকি জানা যাচ্ছে, জ্বর হয়েছে কোচ দিদিয়ে দেশঁরও। ভাইরাসের কারণের দলের সঙ্গে অনুশীলন করেননি এমবাপে। জানা যাচ্ছে, জিমে একা গা ঘামান তিনি।

১৮ জুন ইউরো অভিযান শুরু করতে চলেছে ফ্রান্স। প্রথম ম্যাচে তাদের সামনে অস্ট্রিয়া। তবে তার আগে বিপাকে দল। জানা যাচ্ছে, ফ্রান্সের বেশ কয়েকজন ফুটবলারের জ্বর হয়েছে। এই নিয়ে ডেম্বেলে জানিয়েছেন, তাঁর জ্বর হয়েছিল। বাকিরাও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে মনে করছেন তিনি। ডেম্বেলে বলেন, “আমি এখন অনেকটা ভাল আছি। গত সপ্তাহে আমার জ্বর হয়েছিল। প্রথম আমিই জ্বরে আক্রান্ত হই। এখন ভাল আছি। দলের সকলেই সুস্থ হয়ে উঠছে। দু’-এক দিনের মধ্যে সকলে সুস্থ হয়ে যাবে।”

গত বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ফ্রান্স। আর্জেন্তিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় এমবাপেদের। তবে ইউরোতে কোনরকম ভুল করতে চায় না দেশঁর দল। তা যেন একপ্রকার জানিয়ে দেন এমবাপেরা।

আরও পড়ুন- জল্পনার অবসান, লাল-হলুদে দিমিত্রিওস