কুসংস্কারের জের! ‘অশরীরী’ অপবাদে ৮ দিন ধরে শিকল দিয়ে বাঁধা কিশোর

0
1

২০২৪ সালে দাঁড়িয়েও কুসংস্কারের জেরে অমানবিক চিত্র ধরা পরল হুগলীর কেওটার (Keota , Hooghly)হেমন্ত বসু কলোনি এলাকায়। এক কিশোরকে ‘অশরীরী’ সন্দেহে আট দিন ধরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে! শুধু তাই নয় এই কাণ্ড ঘটিয়েছেন খোদ বাড়ির লোকেরাই। রীতিমতো ওঝা ডেকে এনে চলছে ঝাড়ফুঁক, খাওানো হচ্ছে জলপোড়া। শহরাঞ্চলে এমন অমানবিক চিত্র দেখে হতবাক এলাকাবাসীও। ঘটনার কথা জানাজানি হতেই সেখানে পুলিশ সহ বিজ্ঞান মঞ্চের সদস্যরা উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

কিশোরের বাবা জানান, গত আট দিন আগে তাঁর ছেলে পড়ার পর বাড়িতে আসতেই চেঁচামেচি শুরু করে । ১০-১২ জন মিলে তাঁকে সামলানো যাচ্ছিল না। অগত্যা শিকল দিয়ে বাঁধার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর “ভূতে ধরেছে” সন্দেহে ওঝার কাছে যাওয়া হয়। তারপর থেকেই এভাবে কিশোরকে বেঁধে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে অবাক বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। এখনও শহরাঞ্চলের মানুষ যে কতটা কুসংস্কারে আচ্ছন্ন এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ।