বলিউডের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu) এবার বিপাকে। অনুরাগীর উপর রেগে গিয়ে এমন কাণ্ড ঘটালেন যে রাতারাতি খবরের শিরোনামে চলে এলে নায়িকা। গোটা ঘটনা মুহূর্তের ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social media)। আসলে মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহ থেকে একটি ছবির স্ক্রিনিং দেখে বেরোচ্ছিলেন তাপসী। তখনই ছবি ও নিজস্বী তোলার জন্য তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। তখন হয়তো প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। সেলিব্রেটি হলেও তাঁদেরও তো নানা রকমের মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু ফ্যানেরা তা বুঝতে চান না। যার খেসারত উল্টে দিতে হয় অভিনেতা অভিনেত্রীদেরই। ডাংকি গার্ল-এর ক্ষেত্রেও সেটাই ঘটলো।


অভিনেত্রী তাপসী পান্নু অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে রাজি না হওয়ায় এক ‘অবাধ্য’ ভক্ত গাড়ি পর্যন্ত নায়িকার পিছু নেন এবং ‘আবদার’ করতে থাকেন। রাগের মাথায় তাপসী (Taapsee Pannu) দ্রুত গাড়িতে উঠে সজোরে দরজা বন্ধ করে দেন। নায়িকার এহেন আচরণের সমালোচনায় সরব সোশ্যাল মিডিয়া। এই মুহূর্তে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত তাপসী। ছবির শুটিংয়ের সেট থেকেও প্রায়ই বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে শেয়ার করছেন তিনি। অভিনেত্রীর ভাইরাল কাণ্ডে নেটাগরিকদের একাংশ বলছে এটা অত্যন্ত উদ্যত মানসিকতার পরিচয়। গোটা বিষয়টাকে আরও ঠান্ডা মাথায় সামলানো উচিত ছিল বলেই মনে করছেন সমালোচকরা।








































































































































