সদ্য প্রাক্তন হয়েছেন। ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েত ম্যাচের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল ছেত্রী। অবসর নেওয়ার পরই নতুন দায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেক্ষেত্রে জুটি বাঁধবেন ভারতের আরেক প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার সঙ্গে। বাইচুং ভুটিয়ার সঙ্গে জুটি বেঁধে ইউরো কাপে ধারাভাষ্য দেবেন সুনীল। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ।

এই নিয়ে সুনীল বলেন, “ ইউরো ২০২৪ দরজায় কড়া নাড়ছে। ধারাভাষ্যকারদের প্যানেলের অংশ হতে পেরে খুব ভাল লাগছে। বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেলিস্টরাও থাকবেন। ফলে ফুটবলপ্রেমীরা শুধু প্রতিযোগিতা উপভোগ করবেন তা-ই নয়, ফুটবলকে আরও ভাল ভাবে বুঝতে পারবেন।“

কয়েকদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল। যুবভারতিতে ভারত-কুয়েত ম্যাচে অবসর সুনীল। যদিও সেই ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে।
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠে কী বললেন রোহিত?








































































































































