ইতিমধ্যে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠে গিয়েছে ভারতীয় দল। গতকাল আমেরিকাকে হারাতেই সুপার এইটের রাস্তা পাকা করে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচে জয় পেতেই অনন্য নজির গড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলিকে। রোহিতের সামনে এবার শুধু মহেন্দ্র সিং ধোনি। গতকাল আমেরিকার বিরুদ্ধে জয় পেতেই, আইসিসি প্রতিযোগিতায় জয়ের নিরিখে নজির গড়েছেন হিটম্যান।

আইসিসি প্রতিযোগিতায় ভারতকে ২০টি ম্যাচে এখনও পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। জিতেছেন ১৭টি ম্যাচ। অপরদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে ২২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি জিতেছেন ১৬টি ম্যাচ। তারপরে রয়েছেন বিরাট কোহলি। ১৯টি ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি জিতেছেন ১৩টি ম্যাচে। বিরাটের পরেই রয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। তাঁর নেতৃত্বে ১৫টি ম্যাচের মধ্যে ১১টি জিতেছে ভারত।এদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইসিসি প্রতিযোগিতায় মোট ৫৮টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন ৪১টি ম্যাচ। অর্থাৎ, ধোনিকে ছুঁতে এখনও বেশি কয়েকটি প্রতিযোগিতায় জয় পেতে হবে রোহিতকে।

চলতি বিশ্বকাপে শুরুটা ভাল করেছে ভারত। পরপর তিনটি ম্যাচ জিতে সুপার আটে জায়গা পাকা করে নিয়েছেন রোহিতেরা।
আড়ও পড়ুন- টি-২০ বিশ্বকাপে ভারত-কানাডা ম্যাচ ঘিরে অনিশ্চিয়তা, চিন্তায় আইসিসি








































































































































