রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত ২ ভারতীয়! নড়েচড়ে বসল বিদেশ মন্ত্রক

0
3

প্রায় দুমাস ধরে রাশিয়ার সেনার সঙ্গে যুক্ত করে নেওয়া ভারতীয়দের মুক্তির দাবি করে আসছে তাঁদের পরিবার। শেষ পর্যন্ত আরও দুই ভারতীয় যুবকের মৃত্যু হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। মঙ্গলবার বিদেশ মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানাল এই খবর। সেই সঙ্গে জানানো হল মৃত দুই ভারতীয়র দেহ ফেরানোর তৎপরতার কথা। ভারতের পক্ষ থেকে রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত সব ভারতীয়র মুক্তি নিয়ে তৎপরতা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। তবে দুমাস ধরে নির্বাচনে মজে থাকা ভারতের প্রশাসনের ঢিলেমিতেই কী হারাতে হল দুই ভারতীয়কে, প্রশ্ন রাজনীতিকদের।

মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত দুই ভারতীয় সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন, যাঁদের জন্য মন্ত্রক দুঃখ প্রকাশ করছে। যদিও মৃত যুবকদের পরিচয় প্রকাশ করা হয়নি মন্ত্রকের তরফে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাশিয়ায় ভারতীয় দূতাবাস দেহ ফেরানো নিয়ে তৎপরতা শুরু করেছে বলেও জানানো হয় মন্ত্রকের তরফে।

লোকসভা নির্বাচনের পরে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। রাজায় রাজায় সুম্পর্ক থাকলেও তার সাতদিনের মধ্যে জোর করে সেনায় অন্তর্ভুক্ত করে ভারতীয়দের প্রাণের কোনও দায় নিতেই কার্যত অস্বীকার করছে ভারত সরকার। চাকরির প্রলোভনে পা দিয়ে যে ভারতীয় যুবকরা রাশিয়ায় গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন, তাঁদের ফিরিয়ে আনার কোনও পদক্ষেপই মোদি সরকার নেয়নি। বিদেশ মন্ত্রকের দাবি এখনও এক ডজন ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ও রাশিয়ায় ভারতীয় দূতাবাসের তরফে তাঁদের ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলছে, দাবি করলেও আজও তার কোনও সুফল ভারতীয়রা দেখেনি।

অন্যদিকে, শুধু ভারত নয়। প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কাও রাশিয়ার সেনাবাহিনীতে জোর করে নিযুক্ত করা যুবকদের হারিয়েছে। নেপালের অন্তত ২০ জন ও শ্রীলঙ্কার অন্তত ১৬ যুবক রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছে। দুই দেশের প্রশাসনই রাশিয়ায় কাজের প্রলোভনে পা না দেওয়ার সতর্কতা জারি করেছে। শ্রীলঙ্কার তরফ থেকে মস্কোকে কড়া বার্তা দেওয়া হয়েছে যেন শ্রীলঙ্কা থেকে কোনও নিয়োগ রাশিয়ায় না হয়, এমন নির্দেশ জারি করতে।