বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সুখবর। এবার থেকে বছরে দু’বার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। এমনটাই জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিটি অর্থাৎ ইউজিসি। UGC প্রধান জগদীশ কুমার জানিয়েছেন, বিদেশের মতো বছরে দু’বার ভর্তির সুযোগ পাওয়া যাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে। এরফলে বেশ সুবিধা পাবে পড়ুয়ারা।

ইউজিসি জানিয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে জুলাই-আগস্ট ও জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হবে ভর্তির প্রক্রিয়া। এর ফলে অনেক শিক্ষার্থী উপকৃত হবে। যেমন- বোর্ডের ফলাফল ঘোষণা, স্বাস্থ্যগত সমস্যা বা ব্যক্তিগত কারণে জুলাই-আগস্ট সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, তারা পরবর্তী সেশনে ভর্তি হতে পারে। এরফলে কারুর বছর নষ্ট হবে না।

এই প্রসঙ্গে ইউজিসি প্রধানের ব্যাখ্যা, বিশ্ববিদ্যালয়গুলিতে দুবার ভর্তির ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আরও উন্নত সুযোগ সুবিধা পাবে পড়ুয়ারা। এরফলে বেশ উন্নত হবে দেশের শিক্ষা ব্যবস্থা। তবে বছরের দু-বার ভর্তি প্রক্রিয়া বাধ্যতামূলক এখনই করা হচ্ছে না। যেসকল বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা, শিক্ষক –শিক্ষিকা রয়েছে তারা এই ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।‘ তবে একথা বলাই যায়, বিশ্ববিদ্যালয়ে দুবার ভর্তি প্রক্রিয়ার জেরে বেশ উপকৃত হবে পড়ুয়ারা।
আরও পড়ুন- দিনহাটায় শুটআউট! গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে







































































































































