আরও প্রকাশ্যে দ্বন্দ্ব! ‘বিরোধী’ ইস্যুতে মোদিকে তুলোধনা ভাগবতের, মিথ্যা ‘ওপিনিয়ন পোল’ নিয়ে সরব সঙ্ঘ পত্রিকা

0
2

সঙ্ঘ পরিবারের সঙ্গে আরও দূরত্ব বাড়ল বিজেপির। মঙ্গলবার নাগপুরের সভা থেকে বিরোধীদের পাশে দাঁড়িয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত প্রকাশ্যে মুখ খোলায় প্রবল অস্বস্তিতে বিজেপি। ইতিমধ্যে সঙ্ঘপ্রধানের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা। বিরোধীদের মতে, মোদির ‘হিটলারি মনোভাব’ কে একেবারেই ভালো চোখে দেখছে না আরএসএস। সেকারণেই মঙ্গলবারের সভা থেকে নাম না করেই বিজেপিকে আক্রমণ ভাগবতের।

কিন্তু আচমকা কেন প্রকাশ্যে মুখ খুললেন সঙ্ঘপ্রধান?

রাজনৈতিক মহলের মতে, এতদিন বিজেপি শক্তিশালী থাকায় সেভাবে মুখ খোলেননি সঙ্ঘ নেতৃত্ব। কিন্তু লোকসভা ভোটে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারাতেই এবার প্রকাশ্য গর্জে উঠেছেন সঙ্ঘ প্রধান। বিশেষ করে ভোটের পরেই প্রকাশ্যে নাম না করে মোদি সরকারের সমালোচনা করে সঙ্ঘ কর্মীদের যে ক্ষোভ তা সামনে এনেছেন ভাগবত। তিনি সাফ জানিয়ে দিয়েছেন দলের কর্মীদের পাশেই থাকবেন তিনি। মঙ্গলবার সঙ্ঘের শিক্ষানবিশদের সভায় মোহন ভাগবত সাফ জানিয়ে দেন, বিরোধী নয়, মোদি সরকারের উচিত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরোধীদের দেখা। তাঁর মতে, বিরোধীরা অন্য ভাবনাকে তুলে ধরেন। তাই রাজনীতিতে বিরোধীদের গুরুত্ব দেওয়ার পক্ষেই সওয়াল করেন তিনি। তবে ভাগবতের এই মন্তব্যকে একেবারেই উড়িয়ে দিতে নারাজ গেরুয়া শিবিরের নেতাকর্মীরাও। তাঁদের মতে, বিজেপির এক নেতার কথায়, যে ভাবে বিগত সরকারের শেষের দিকে লোকসভা থেকে বিরোধীদের নির্বিচারে সাসপেন্ড করে বিনা আলোচনায় বিল পাশ করানো হয়েছে, তা ভাল ভাবে নেননি দলের অনেক নেতাই। কিন্তু তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। কিন্তু এবার প্রতিপক্ষকে গুরুত্ব দেওয়ার কথা বলে মোদির গাজোয়ারির বিরোধীতা করলেন ভাগবত।

তবে এতকিছুর পরও মোদির মানসিক পরিবর্তন হবে না বলেই আশা বিরোধীদের। কিন্তু শুধু মোহন ভাগবত নন, বুধবার সঙ্ঘ সমর্থিত একাধিক ম্যাগাজিনেও বিরোধীদের প্রতি মোদির মনোভাবের তীব্র বিরোধিতা করা হয়েছে। সেখানে সাফ জানানো হয়েছে ওপিনিয়ন পোল দেখিয়ে যে লাফালাফি শুরু করেছিলেন বিজেপির নেতা মন্ত্রীরা, ফলাফল প্রকাশ হতেই কেন তা চুপসে গেল? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।