কুয়েতের বহুতলে আগুন, মৃত চার ভারতীয়-সহ ৪১!

0
1

কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ড (Fire incident in kuwait), ইতিমধ্যেই ৪ ভারতীয় সহ ৪১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অগ্নিদদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। বুধবার দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বহুতলের বাসিন্দাদের মনে। যে চার ভারতীয়ের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে এক জন তামিলনাড়ুর বাসিন্দা। যদিও সরকারি ভাবে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। কুয়েতের স্বাস্থ্যমন্ত্রকের তরফে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কী করে আগুন লাগলো তা স্পষ্ট নয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)।