একের পর এক হামলায় ফের অশান্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। রিয়াসির হামলার তিনদিন কাটতে না কাটতেই ফের উপত্যকায় হামলা চালাল জঙ্গিরা। এবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। যদিও পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। সংঘর্ষে এক জঙ্গিকে খতম করা হয়েছে। অন্যদিকে, কাঠুয়ার হামলার ঘণ্টাখানেক পরই জম্মু-কাশ্মীরের ডোডায় সেনাবাহিনীর পোস্টেও হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনা সূত্রে এমনটাই খবর। এদিকে মঙ্গলবার জম্মুর কাঠুয়ায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছিলেন এক সিআরপিএফ জওয়ান। বুধবার সেই জওয়ান শহীদ হয়েছেন বলে খবর।


সূত্রের খবর, কাঠুয়ার সেহাল গ্রামে আহত হয়েছিলেন সিআরপিএফ কনস্টেবল কবীর দাস। দ্রুত তাঁকে পাঠানো হয় হীরনগরের একটি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।এদিকে কাঠুয়ার হামলা নিয়ে জম্মু জোনের এডিজি আনন্দ জৈন বলেন, সীমান্তের ওপার থেকে ২ জঙ্গি সাইদা সুখাল গ্রামে প্রবেশ করে। তারা গ্রামের একটি বাড়িতে জল চায়। বাড়ির লোকজন ভয় পেয়ে যায়। পরে তারা খবর দেয় পুলিশে। খবর পেয়েই নিরাপত্তা বাহিনী ওই গ্রামে যায়। তবে পুলিশ গ্রামে ঢুকতেই এক জঙ্গি নিরাপত্তা বাহিনীর দিকে একটি গ্রেনেড ছোড়ে। তখনই গুলির লড়াই শুরু হয়ে যায়। তাতেই মৃত্যু হয় এক জঙ্গির। তার কাছ থেকে একটি ব্যাগ ও একটি একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। অন্য আর এক জন জঙ্গির খোঁজ চলছে।


অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনা বাহিনীর একটি পোস্টে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় এখনওপর্যন্ত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন জওয়ান এবং ১ জন স্পেশাল পুলিশ অফিসার। আহতদের স্থানীয় হাসপাাতালে ভর্তি করা হয়েছে। ওই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর টাইগার গ্রুপ। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।










































































































































