তীর্থযাত্রীবোঝাই বাসে হামলার জের! ঘাতক জঙ্গিদের খোঁজ দিলেই মিলবে বড় অঙ্কের পুরস্কার

0
3

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা ভোটের তোড়জোড় শুরু হতেই ফের ভূস্বর্গে সক্রিয় পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এবং জয়েশ-ই-মহম্মদ। গত ৬০ ঘণ্টায় রিয়াসি, কাঠুয়া এবং ডোডায় লাগাতার জঙ্গি হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে। রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে (Bus) গুলি করে ১০ জনকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার শাখা সংগঠন। কিন্তু এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। কিন্তু এবার দোষীদের খুঁজে বের করতে এক জঙ্গির স্কেচ প্রকাশ করেছে পুলিশ। পাশাপাশি কেউ তার খোঁজ দিতে পারলে নগদ ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

জম্মু-কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় জোর তল্লাশি চালানো হচ্ছে। তার মধ্যেই এবার জম্মু-কাশ্মীর পুলিশ এক জঙ্গির ছবি প্রকাশ্যে আনা হল। তদন্তকারীদের অনুমান, রিয়াসির হামলায় তিন পাকিস্তানি জঙ্গি জড়িত। রবিবার থেকেই তাদের খোঁজে জোর তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার তিনদিনের মাথায় এবার প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী তাদের একজনের মুখের স্কেচ প্রকাশ করল পুলিশ।

তবে ৯ জুন থেকে জুন থেকে এখনও পর্যন্ত উপত্যকায় লাগাতার জঙ্গি হামলায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় গুলি লড়াইয়ে ২ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।