নির্বাচনে গোহারা হারের পর থেকেই গা ঢাকা দিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। শুধুমাত্র রাতের অন্ধকারে বেরিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের আক্রমণ করছে গেরুয়া গুন্ডারা। ভোটের ফলপ্রকাশের পরই কাকদ্বীপে তৃণমূল সমর্থকের বাড়িতে প্রাণনাশ ও ধর্ষণের হুমকি দিয়ে চিঠি দিল তাঁরা। তাও একবার, দু’বার নয়, তিনবার।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের ৯২ নম্বর বুথের ঘটনা। লোকসভা ভোটের ফলপ্রকাশের পরদিনই স্থানীয় বাসিন্দা পূর্ণিমা দাসের বাড়িতে হুমকির চিঠি আসে। চিঠিতে পূর্ণিমা দাসের নাতনিকে প্রাণনাশের হুমকি ও ধর্ষণের কথা লেখা রয়েছে। এই নিয়ে পুলিশে অভিযোগ জানালে একইভাবে আরও দু’বার হুমকির চিঠি আসে বাড়িতে। এই নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তৃণমূল সমর্থক ওই পরিবারের অন্দরে। ঘটনায় গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়া’র নির্বাচনেও জয় বাংলার






































































































































