ভোট মিটতেই ১১ আইপিএস সহ ১৫ শীর্ষ পুলিশ কর্তাকে পুরোনো পদে ফেরাল রাজ্য

0
1

লোকসভা ভোট পর্বে নির্বাচন কমিশনের সরিয়ে দেওয়া আমলা এবং আধিকারিকদের আগের পদে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে আজ ১১ জন আইপিএস সহ মোট ১৫ জন শীর্ষ পুলিশ কর্তাকে পুরনো পদে ফিরিয়ে আনা হয়েছে।

ভোটের সময় সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপারের পদ থেকে অপসারিত কোটেশ্বর রায়কে ফের সুন্দরবনের পুলিশ সুপারে পদে বহাল করা হয়েছে। একই রকম ভাবে ভোট পর্বে কমিশনের সরিয়ে দেওয়া সৌম্য রায়কে দক্ষিণ-পশ্চিম কলকাতার ডিসি বদলে বহাল করা হল। পুরুলিয়ার পুলিশ সুপার পদে ফিরলেন আইপিএস আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে ধৃতিমান সরকারকে ফিরিয়ে আনা হয়েছে। দক্ষিণ-পশ্চিম কলকাতা ডিভিশনের ডিসি ছিলেন রাহুল দে, তাঁকে এসটিএফের ডিসি পদে নিয়োগ করা হল। নির্বাচন কমিশন আশিস মৌর্যকে পুরুলিয়ার এসপি পদে বসিয়েছিল। তাঁকে আসানসোল-দুর্গাপুর পুলিশে ডিসি পদে নিয়োগ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে থাকা ডা. সোনাওয়ানে কুলদীপ সুরেশকে বারাকপুরের ডিসি সেন্ট্রাল নিযুক্ত করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও পদে ফিরেছেন দিবাকর দাস। দার্জিলিঙের ডিএসপি পদে আজহারউদ্দিন খানকে ফিরিয়ে আনা হয়েছে। বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁয় এসডিপিও পদে ফেরানো হয়েছে আমিনুল ইসলাম খানকে। হাওড়া গ্রামীণের ডিএসপি পদে ফিরে এসেছেন অমিতাভ কোনার।

আরও পড়ুন- এই নিয়ে তিনবার! তৃণমূল সমর্থকের বাড়িতে ফের প্রাণনাশ-ধর্ষণের হুমকি-চিঠি