দিনহাটায় শুটআউট! গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
1

কোচবিহারের দিনহাটায় শুটআউট! গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক তৃণমূল কর্মী । অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সোমবার রাতের এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে দিনহাটার কোয়ালিদহ গ্রামে।

জানা গিয়েছে গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম ধনেশ্বর বর্মণ। দিনহাটা থানার পুলিশ সূত্রে খবর, পায়ে গুলি লাগে ওই যুবকের। আহত অবস্থায় তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়৷ দিনহাটার ব্লক সভাপতি অনন্ত বর্মন জানান, বিজেপি ভোটের পরে রাজনৈতিক অশান্তি করছে। সেজন্য এভাবে দলের কর্মীকে গুলি করা হয়েছে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

আরও পড়ুন- ভোট মিটতেই ১১ আইপিএস সহ ১৫ শীর্ষ পুলিশ কর্তাকে পুরোনো পদে ফেরাল রাজ্য