কথাই বলে ‘কু-পুত্র যদি বা হয় কু-মাতা কদাপি নয়’, অথচ সম্পূর্ণ উল্টো ঘটনা দেখা গেল আগরতলায় (Agartala)। মাত্র ৯ বছরের শিশু সন্তানের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতে তাকে খুন করলেন মা! পশ্চিম জয়নগরের মহাবীর সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের নাম রাজদীপ গোয়ালা (Rajdeep Gowala), অভিযুক্ত মায়ের নাম সুপ্রভা গোয়ালা (Suprabha Gowala)।


সুপ্রভা জানিয়েছেন, তাঁর ছেলের দুষ্টুমিতে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ শুনতে হতো তাঁকে। এমনকি একাধিকবার কর্মস্থল পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে। নিত্যদিন অশান্তি বাড়ছিল। সোমবার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় রাগের মাথায় ছেলের গলা টিপে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী। মাত্র দু সপ্তাহ আগে আসা নতুন ভাড়াটের এমন কাণ্ডতে হতচকিত হয়ে যান তিনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে। মায়ের হাতে শিশু পুত্রের মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী।








































































































































