রাণিগঞ্জ-আসানসোলের ডাকাতদলের বিহার যোগ! ধৃত ১, উদ্ধার গাড়ি

0
3

হাড়হিম করা ডাকাতি। বাঁচার জন্য ফিল্মি কায়দায় গাড়ি ছিনতাই। কিন্তু শেষ রক্ষা হল না। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ডাতাতদলের এক সাগরেদ। সেই সঙ্গে উদ্ধার হল ছিনতাই হওয়া গাড়িও। ঝাড়খণ্ড হয়ে বিহার পালানোর সময় ঝাড়খণ্ড পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয় অভিযুক্ত সুরজ কুমার সিংকে।

রবিবার সকালে রাণিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে কার্বাইন নিয়ে হামলা চালায় একদল ডাকাত। লুঠপাট করে বেরোনোর সময় পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই চলে। আহত হয় সুরজ সিং। সেই অবস্থাতেই চম্পট দেয় তারা। এরপর আসানসোলের মহিশিলার কাছে একটি গাড়ি দাঁড় করায় তারা। গাড়ির মালিক ও তার পরিবারকে বন্দুকের ভয় দেখিয়ে সেই গাড়ি ছিনতাই করে পালায় তারা।

এরপর তদন্ত চালিয়ে রাজ্যের পুলিশ জানতে পারে গাড়িটি নিয়ে তারা গিরিডির দিকে যায়। ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে সংযোগস্থাপন করে গিরিডির কাছে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করে পুলিশ। সেখানেই পাওয়া যায় সুরজকে। পুলিশের ছোঁড়া গুলি সুরজের কোমরে লাগে। তার অবস্থার অবনতি হওয়ায় বিহার যাওয়ার পথে গিরিডির কাছেই গাড়ি সহ সুরজকে ফেলে পালায় বাকি দুষ্কৃতিরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

সোমবারই তাকে আসানসোল আদালতে পেশ করা হয় সুরজকে। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। জেরায় সুরজ জানায় তার বাড়ি বিহারের গোপালগঞ্জে। ডাকাতি করে পুরো দলই ঝাড়খণ্ড হয়ে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। গিরিডিতে গাড়ি রেখে বাকিরা সরাইয়া জঙ্গলের দিকে পালিয়ে গিয়েছে বলে জানা সে।