রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। তাঁর মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৪১ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এবার নতুন মন্ত্রিসভায় মহিলা মন্ত্রীর সংখ্যা মাত্র সাত! যা আগের মোদি মন্ত্রিসভার তুলনায় কম। ২০২১ সালের মোদি মন্ত্রিসভায় ১১ জন মহিলা মন্ত্রী ছিলেন, তখন মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা ছিল ৭৮। সেই তুলনায় এবার মহিলা মন্ত্রীদের অংশগ্রহণের হার ১৪ শতাংশ থেকে কমে ১০ শতাংশে নেমে এসেছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বর্তমানে সাতজন মহিলা মন্ত্রী রয়েছেন, যা মোট ৪৩ জন মন্ত্রীর মধ্যে ১৬ শতাংশ। তৃণমূলের দাবি, তাদের মন্ত্রিসভায় মহিলাদের অংশগ্রহণের হার অনেক বেশি। বিজেপি যাই দাবি করুক না কেন বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই।
সংখ্যাতত্ত্বের বিচারে এ বার মোদি মন্ত্রিসভায় মহিলাদের গুরুত্ব কমেছে। অতীতেও একই অভিযোগ তুলেছে বিরোধীরা। এ বার মোদি মন্ত্রিসভায় যে সাত জন মহিলা শপথ নিলেন, তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন দু’জন— নির্মলা সীতারামন এবং অন্নপূর্ণা দেবী। বাকিরা প্রতিমন্ত্রী।