ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। এদিন ফাইনালে তিনি হারালেন আলেকজান্ডার জেরেভকে। ম্যাচের ফলাফল ৩-৬ ৬-২ ৭-৫ ১-৬ ২-৬ । ৪ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে ক্লে কোর্ট দখল করে নেন আলকারাজ।
প্রথম সেটে ৬-৩ পয়েন্টে জিতে এগিয়ে গিয়েছিলেন আলকারাজ। তখন প্রায় একতরফা ম্যাচ মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন প্রতিপক্ষ জেরেভ। ৬-২ পয়েন্টে তিনি টেক্কা দেন আলকারাজকে। পরের সেটও নিজের আধিপত্য বজায় রাখেন। এই সেট তিনি জিতে নেন ৭-৫ পয়েন্টে।চতুর্থ সেটেও চলে দুরন্ত লড়াই। তবে চতুর্থ সেট অনায়াসে জিতে নেন আলকারাজ। পঞ্চম সেটেও নিজের দাপট বজায় রাখেন নাদাল শিষ্য।
আরও পড়ুন- পা কেটে বাদ দিতে হত, একটা সিদ্ধান্তের জন্য পা বাদ জায়নি, জানালেন পন্থ