১০ জুলাই রাজ্যের ৪ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন! নজরে মানিকতলা

0
2

সাত দফায় প্রায় তিনমাস ধরে রাজ্য জুড়ে লোকসভা ভোট পর্ব সবেমাত্র শেষ হয়েছে। ফের ভোটের দামামা বাজলো রাজ্যে। এবার বিধানসভা উপনির্বাচন। ঠিক একমাস পর, আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে ভোটগ্রহণ। কেন্দ্রগুলি হল- রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ ও মানিকতলায়। ফল ঘোষণা ১৩ জুলাই। তবে সবচেয়ে বেশি নাকি নজর থাকবে উত্তর কলকাতা কেন্দ্রের মানিকতলা আসনটিতে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে বহুদিন ধরে এই আসনটি বিধায়ক শূন্য হয়ে রয়েছে। কিন্তু আইনি জটিলতায় উপনির্বাচন করানো যায়নি। সেই জটিলতা কাটিয়ে আগামী মাসে ভোট মানিকতলায়।

আজ, সোমবার ৭ রাজ্যের ১৩টি বিধানসভায় উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এই মুর্হূতে বাংলায় ১০টি আসন বিধায়ক শূন্য। তার মধ্যে মধ্যে ৪ কেন্দ্রে ভোট ঘোষণা। আরও ৬ কেন্দ্রে ভোট হবে পরে। যেগুলি পরে হবে সেগুলি হল – মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, সিতাই, মাদারিহাট, হাড়োয়া। এই প্রতিটি কেন্দ্রের বিধায়করা লোকসভা ভোটে লড়ার জন্য তাঁদের আসনগুলি শূন্য হয়েছে। একই বিষয় প্রযোজ্য আগামী মাসে ভোট হতে চলা রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের জন্য।

লোকসভায় লড়াই করা বিধায়করা জিতেছেন বেশিরভাগই, আবার হেরেছেনও কেউ কেউ। স্রেফ তৃণমূল নয়, এবারের লোকসভা ভোটে রাজ্যে অনেকে কেন্দ্রেই দলের বিধায়কদের প্রার্থী করেছিল বিজেপিও। নিয়ম অনুয়ায়ী, জয়ী এবং পরাজিত প্রার্থীদের বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

যেমন, কোচবিহার। এই কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা অমিত শাহের ‘ডেপুটি’ নিশীথ প্রামাণিককে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া। তিনি কোচবিহারেরই সিতাই কেন্দ্রের বিধায়ক। সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে তাঁকে। আলিপুরদুয়ার কেন্দ্রে জিতেছেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। সাংসদ হয়েছে ব্যারাকপুরের বিধায়ক, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, বাঁকুড়ার তালড্যাংরায় তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। সঙ্গে মেদিনীপুরের বিধায়ক জুন মালিক ও উত্তর ২৪ হাড়োয়ার বিধায়ক হাজির নুরুল ইসলামও।

লোকসভা ভোটে হেরেছেন রাজ্যের ৩ বিধায়ক। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দাস ও রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী। একুসের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন তাঁরা। পরে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন লোকসভা ভোটে। ফলে বিধায়ক পদ থেকে আগেই ইস্তফা দিতে হয়েছিল ৩ জনকেই। ফলে উপনির্বাচন হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা ও নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে।

অন্যদিকে, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আর মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়কের প্রয়াণে আসন দুটি শূন্য হয়। লোকসভা ভোটের সঙ্গেই অবশ্য এই দুটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে। এবং দুটি আসনই তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রেখেছে।

আরও পড়ুন- কসবায় ব্যাপক বো.মাবাজি, গু.লি! তদন্তে পুলিশ