২০২২ এর ৩১ ডিসেম্বর মাসে ভয়াভয় গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। সেই নিয়ে আবার মুখ খুললেন পন্থ। পাজিস্তানের বিরুদ্ধে নামার আগে পন্থ জানান, তাঁর পা কেটে বাদ দিতে হত, একটা সিদ্ধান্তের জন্য পা বাদ জায়নি।

এই নিয়ে ঋষভ পন্থ বলেন, “ দুর্ঘটনার পর আমার ডান পা উল্টো দিকে ঘুরে গিয়েছিল ৯০ ডিগ্রি কোণ করে। আমার মনে হয়েছিল এটা ঘোরানো প্রয়োজন। একজনকে আমি ওই দুর্ঘটনাস্থলেই বলেছিলাম আমার পা ধরতে। আমি সঙ্গে সঙ্গে পা আবার ঘুরিয়ে নিয়েছিলাম। আমাকে চিকিৎসক বলেছিলেন, আমি যদি ওটা না করতাম তা হলে হয়তো পা কেটে বাদ দিতে হত।“ পন্থ জানিয়েছেন, তাঁকে চিকিৎসক বলেছিলেন তিনটি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন তিনি। আর তারমধ্যে অন্যতম হল পন্থের জীবিত থাকা।

গাড়ি দুর্ঘটনার পর এনসিএতে রিহ্যাব করেন। ২০২৪ আইপিএল থেকে ক্রিকেটে কামব্যাক করেন পন্থ। টি-২০ বিশ্বকাপের হাত ধরে ভারতীয় দলে কামব্যাক করেন তিনি।
আরও পড়ুন- আমেরিকায় পৌঁছে বেসবলের ব্যাট হাতে তান্ডব সচিনের, ভাইরাল ভিডিও










































































































































