রাষ্ট্রপতি ভবনে চাঁদের হাট, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নরেন্দ্র মোদির

0
2

রবিবার সন্ধে ৭.১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জহরলাল নেহরু ছাড়া ভারতের আর কোনও প্রধানমন্ত্রীর টানা তিন বার শপথ নেওয়ার নজির নেই। মোদির সঙ্গেই শপথ নেন বেশ কয়েক জন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। মোদির পরেই শপথ নিলেন বিদায়ী মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী তথা লখনউয়ের সাংসদ রাজনাথ সিং।শাহের পর শপথ নিলেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় সড়ক পরিবহণ মন্ত্রী তথা মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ নিতিন গডকড়ী।এরপরই মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। শপথ নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওই রাজ্যেরই বিদিশা কেন্দ্রের নির্বাচিত সাংসদ শিবরাজ সিং চৌহান। শিবরাজের পর শপথ নিলেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ নির্মলা সীতারমন।নির্মলার পর শপথ নিলেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার বিদেশমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ এস জয়শঙ্কর। জয়শঙ্করের পর মন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এ বার হরিয়ানার কার্নাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া প্রবীণ বিজেপি নেতা মনোহরলাল খট্টর।
মন্ত্রী হিসাবে শপথ নিলেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। এ বার কর্নাটকের মাণ্ড্য কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক্রেতাসুরক্ষা, খাদ্য এবং সরবরাহ দফতরের মন্ত্রী পীযূষ গয়াল। মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী হিসাবে শপথ নিলেন গয়ার সাংসদ তথা এনডিএ-র শরিক দল হিন্দুস্তান আওয়াম মোর্চা (হাম)-র নেতা জিতনরাম মাঝিঁ। কিছু দিনের জন্য বিহারের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন তিনি। শপথ নিলেন এনডিএ-র শরিক দল জেডিইউ-র রাজীবরঞ্জন সিংহ ওরফে লাল্লন। নীতীশের দলের এই নেতা বিহারের মুঙ্গের আসন থেকে জয়ী হয়েছেন।মন্ত্রী হিসাবে শপথ নিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

শপথ নিলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমার। শপথ নিলেন এনডিএ-র শরিক দল চন্দ্রবাবু নায়ডুর টিডিপির নেতা কে রামমোহন নায়ডু। মন্ত্রী হিসাবে শপথ নিলেন কর্নাটকের ধারওয়াড় কেন্দ্রের বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী।

এছাড়াও শপথ নিলেন ওড়িশার সুন্দরগড়ের বিজেপি সাংসদ জুয়েল ওরাওঁ। মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিদায়ী মন্ত্রিসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ। মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার রেলমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রী হিসাবে শপথ নিলেন মধ্যপ্রদেশের গুনা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা বিদায়ী মন্ত্রিসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে। মন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজস্থানের অলওয়াড় কেন্দ্রের বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদব। মন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজস্থানের জোধপুরের বিজেপি সাংসদ গজেন্দ্র সিংহ শেখাওয়াত। মন্ত্রী হিসাবে শপথ নিলেন অন্নপূর্ণা দেবী। ঝাড়খণ্ডের কোডারমা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এই বিজেপি সাংসদ। শপথ নিলেন অরুণাচল পশ্চিম কেন্দ্রের বিজেপি সাংসদ তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কিরেন রিজিজু। শপথ নিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ হরদীপ সিংহ পুরী। মন্ত্রী হিসাবে শপথ নিলেন গুজরাতের পোরবন্দর কেন্দ্রের বিজেপি সাংসদ মনসুখ মান্ডবীয়। মন্ত্রী হিসাবে শপথ নিলেন তেলঙ্গানার সেকেন্দরাবাদ কেন্দ্রের বিজেপি সাংসদ জি কিসান রেড্ডি। শপথ নিলেন বিহারের হাজিপুরের সাংসদ তথা এনডিএ-র শরিক দল লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র নেতা চিরাগ পাসোয়ান। শপথ নিলেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ সিআর পাতিল। মন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিয়ানার বিজেপি নেতা রাও ইন্দ্রজিৎ সিংহ। শপথ নিলেন জম্মু ও কাশ্মীরের উধমপুর কেন্দ্রের বিজেপি সাংসদ জিতেন্দ্র সিংহ। শপথ নিলেন রাজস্থানের বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রিসভায় আইন ও ন্যায়বিচার মন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহারাষ্ট্রের শিবসেনা (একনাথ শিন্ডে)-র সাংসদ প্রতাপরাও গণপতরাও জাদভ। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন এনডিএ-র শরিক দল আরএলডি-র নেতা, উত্তরপ্রদেশের সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরি চরণ সিংহের পৌত্র জয়ন্ত চৌধরি। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী জিতিন প্রসাদ। শপথ নিলেন প্রাক্তন পর্যটন এবং জাহাজমন্ত্রী শ্রীপদ নায়েক। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ পঙ্কজ চৌধরি। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিদ্যুৎ এব‌ং ভারী শিল্প মন্ত্রকের প্রাক্তন মন্ত্রী কিসান পাল। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন এনডিএ-র শরিক দল মহারাষ্ট্রের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (অঠওয়ালে)-র নেতা রামদাস অঠওয়ালে। এর আগে সামাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কপূর্রী ঠাকুরের পুত্র তথা জেডিইউ-র রাজ্যসভার সাংসদ রামনাথ ঠাকুর। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি সাংসদ নিত্যানন্দ রাই। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন এনডিএ-র শরিক দল আপনা দল (সোনেলাল)-এর নেতা তথা উত্তরপ্রদেশের সাংসদ অনুপ্রিয়া পটেল। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি সাংসদ তথা কর্নাটকের প্রাক্তন মন্ত্রী  ভি সোমান্না। শপথ নিলেন এনডিএ-র শরিক দল টিডিপি-র সাংসদ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রশেখর পেম্মাসানি। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ এসপি সিংহ বঘেল। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন কর্নাটকের বিজেপি নেত্রী শোভা করন্দলজে। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি সাংসদ কীর্তিবর্ধন সিংহ। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা বিএল বর্মা। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বনগাঁর দু’বারের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বিদায়ী মন্ত্রিসভায় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন তিনি। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন কেরলের ত্রিশূর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেশ গোপী। কেরলে এই একটি আসনেই জয় পেয়েছে বিজেপি। ফের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তামিলনাড়ুর এল মুরুগান। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতা অজয় টামটা। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন তেলঙ্গানার বিজেপি সাংসদ বন্দি সঞ্জয় কুমার। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ কমলেশ পাসোয়ান। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজস্থানের অজমেঢ় কেন্দ্রের বিজেপি সাংসদ  ভগীরথ চৌধরি। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিহারের বিজেপি সাংসদ সতীশচন্দ্র দুবে। প্রতিমন্ত্রী হিসাবে শপথ  নিলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন পঞ্জাবের রভনীত সিংহ বিট্টু। এ বার পঞ্জাবের লুধিয়ানা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান তিনি। বিট্টু পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের পৌত্র। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহারাষ্ট্রের জলগাঁও জেলার রাভের কেন্দ্রের তিন বারের সাংসদ তথা প্রবীণ এনসিপি নেতা একনাথ খাড়সের পুত্রবধূ রক্ষা খাড়সে। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বালুরঘাটের দু’বারের বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ সাবিত্রী ঠাকুর। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন ছত্তীসগঢ়ের বিলাসপুর কেন্দ্রের বিজেপি সাংসদ তোখান সাহু। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিহারের মুজফ্‌ফরপুর কেন্দ্রের বিজেপি সাংসদ রাজভূষণ চৌধরি।

এ বার একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই সরকার গড়তে এনডিএ-র শরিক দলগুলির উপরে অনেকাংশে নির্ভর করতে হচ্ছে পদ্মশিবিরকে। এদিন রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন শাখরুখ খান, অক্ষয় কুমার, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি।রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ প্রমুখ।