আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিতে চলেছে মোহনবাগান। কলকাতা লিগে সাফল্য পেতে এবারও শক্তিশালী দল তৈরি করছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামি ২৫ জুন থেকে ২০২৪-২৫ মরশুমের ঘরোয়া লিগ শুরু হওয়ার কথা। সেই টুর্নেমেন্টে নিজেদের মেলে ধরতে আগামী সোমবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠে নেমে পড়বে বাগান ব্রিগেড। নতুন কোচ ডেগি কার্ডোজোর হাত ধরে প্রস্তুতি নামবে মোহনবাগান।

যুব পর্যায়ে দেশের অন্যতম সফল কোচ ডেগি গত মরশুমে ছিলেন এফ সি গোয়ায়। গোয়ার হয়ে বন্দোদকর মেমোরিয়াল ট্রফি ছাড়াও দেশের বিভিন্ন দলকে কোচিং করিয়ে নানা সময়ে অনেক ট্রফি পেয়েছেন তিনি। ডেগির সঙ্গে গোলকিপার কোচ হিসাবে থাকবেন বড় দলের সফল গোলকিপার অভ্র মণ্ডল। সহকারী কোচ হিসাবে থাকবেন বিশ্বজিত ঘোষাল।

ডেগিকে নতুন কোচ হিসাবে দায়িত্বে আনার পাশাপাশি ভাল দলও তৈরি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সিনিয়র দলের অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাস, আমনদীপ সিং, সুহেল ভাট, অর্শ আনোয়ারের পাশাপাশি ফরদিন আলি মোল্লা, রাজ বাশফোর, সুমিত রাঠি, এনসন সিংরা তো আছেনই। পাশাপাশি সন্তোষ ট্রফির সফল গোলকিপার রাজা বর্মন, লিগের সফল ডিফেন্ডার সায়ন দাশ-সহ দেশের বিভিন্ন ক্লাব থেকে বেশ কিছু প্রতিশ্রুতিমান ফুটবলারকে নেওয়া হয়েছে দলে। কয়েকজন ফুটবলারকে ডাকা হয়েছে ট্রায়ালে। ফুটবলারদের বেছে নেওয়ার জন্য চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট ডেভালপমেন্ট দল। তারপর লিগের জন্য চূড়ান্ত দল বাছা হবে। এই দলটিকেই সর্বভারতীয় রিলায়েন্স যুব লিগে খেলানো হবে।

গত মরশুমে সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসাবে বেশ কার্যকর হয়েছিল রিজার্ভ দল। এবারও সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে দল।
আরও পড়ুন- ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিও? মুখ খুললেন লিও




 
 
 
 



































































































































