বর্ষাকে ব্যাকফুটে ফেলে নতুন করে ইনিংস শুরু করতে তৈরি তাপপ্রবাহ (Heatwave)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আগামী বুধবার পর্যন্ত বাড়বে গরম, চল্লিশের ঘরে পৌঁছে যাবে তাপমাত্রার কারণ। হিটওয়েভের জেরে সকাল থেকেই বাঁকুড়া-পুরুলিয়ার মানুষের নাভিশ্বাস উঠছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই গরম থাকবে এবং মঙ্গলবার পর্যন্ত পশ্চিমে জেলাতে গরম আরও বাড়বে বলে সতর্কতা হাওয়া অফিসের।


সাধারণত জুন মাসের ৮ তারিখে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যায়। কিন্তু এবার ব্যাতিক্রম। মৌসুমী বায়ুর অবস্থানের পরিবর্তন না হওয়ায় আগামী সপ্তাহের শেষের দিকের আগে মরশুমি বৃষ্টিতে ভেজার সম্ভাবনা কম দক্ষিণের জেলাগুলির। শনিবার সকাল থেকে কলকাতা সহ শহরতলির জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়ছে। তাপমাত্রা ৩৪ -৩৫ এর ঘরে থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় তা অন্তত দশ ডিগ্রি বেশি বলে অনুভূত হচ্ছে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় আগামী সোমবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৮ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা রত্নগিরি সোলাপুর হয়ে মেডক বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে। বৃহস্পতিবারের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের ৫ জেলায় দুর্যোগ চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।








































































































































