যোগাযোগ ব্যবস্থায় জোর! ৫ বছরের চুক্তিসাপেক্ষে কলকাতা বন্দরের দায়িত্বে আদানি গোষ্ঠী

0
3

কলকাতা বন্দরে (kolkata Port) গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেল আদানি গোষ্ঠী (Adani Group)। আদানি গোষ্ঠী কলকাতার শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের নেতাজি সুভাষ ডকে কন্টেনার পরিষেবা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের বরাত পেয়েছে। একটি বিবৃতিতে সাফ জানানো হয়েছে, সম্প্রতি কলকাতা বন্দরে কন্টেনার পরিষেবার দায়িত্ব পাওয়ার জন্য বিডিংয়ের আয়োজন করা হয়। সূত্রের খবর, আদানি গোষ্ঠী যে প্রস্তাব দিয়েছিল, তা গৃহীত হয়েছে। পাঁচ বছরের জন্য কন্টেনার পরিষেবা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে তারা।

এদিকে সূত্রের খবর, লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার সাত মাসের মধ্যে মালপত্র নিয়ন্ত্রণের সরঞ্জাম বসিয়ে ফেলতে হবে। পাশাপাশি বিবৃতিতে আদানি গোষ্ঠীর তরফে আশাপ্রকাশ করা হয়েছে, কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকে কন্টেনারে পরিচালনার দায়িত্ব পাওয়ায় টার্মিনাল এবং অন্যান্য বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে। বিশেষত ভিজিনজাম এবং কলম্বোয় ট্রান্সশিপমেন্ট হাবের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নতও করা যাবে। যা চলতি বছরের মধ্যে চালু করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের হোলটাইম ডিরেক্টর এবং সিইও অশ্বিনী গুপ্তা জানিয়েছেন, দু’দশকের বেশি সময় ধরে ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন কন্টেনার টার্মিনালে কাজ করার যে অভিজ্ঞতা আছে, সেটা কলকাতায় কাজে লাগানো হবে। ফলে লাভবান হবেন আদানি গ্রুপের গ্রাহক এবং সর্বোপরি বাংলার মানুষ।