সিনেমার ফ্লোর নয়, রাজনীতির কঠিন ময়দানে দেখা হল দুই নায়ক- নায়িকার। তারপরই সংসদে একে অন্যকে জড়িয়ে ধরলেন দুজনে। চণ্ডীগড় বিমানবন্দরে ‘চড় কাণ্ড’র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লিতে আরেক ঘটনা। তবে এবার অস্বস্তি নয় বরং ভাল লাগার ‘স্পর্শ’ পেলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat)। এদিন প্রথম সাক্ষাতেই বিতর্কিত ক্যুইনকে বুকে টেনে নিলেন চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। শুক্রবার সকালেই সংসদের সেন্ট্রাল হলে ক্যামেরাবন্দি হল সিনেম্যাটিক দৃশ্য!
 
চিরাগ এবং কঙ্গনা দুজনেই এই মুহূর্তে রাজনীতির অলিন্দে থাকলেও যুগলে একসঙ্গে এক বলিউড সিনেমাতে কাজ করেছিলেন। ‘মিলে না মিলে হাম’ ছবিতে জুটি হিসেবে তাঁদের দেখা মেলে যদিও চেনা জানা তার অনেক আগে থেকেই। চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) নবীন প্রজন্মের রাজনীতিকদের দুই জয়ী মুখ কঙ্গনা রানাউত এবং চিরাগ পাসওয়ান। লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাসপুত্র ৬ লক্ষের বেশি ভোটে জিতেছেন। অন্যদিকে কঙ্গনা বিজেপির টিকিটে জয়ী হয়েছেন মান্ডি থেকে। প্রায় এক দশকের কিছু সময় আগে কঙ্গনার সঙ্গে একটি ছবিতে জুটিও বেঁধেছিলেন চিরাগ। সে ছবি চলেনি তাই ফিল্মি ক্যারিয়ারে দুজনের একসঙ্গে কিছু করা আর হয় নি। তবে চিত্রনাট্যের খাতিরে কঙ্গনার সঙ্গে এক সিনেমার প্রেম মনে রেখেই কি বিমানবন্দরে চড় খাওয়া নায়িকাকে বুকে টেনে নিলেন নায়ক-নেতা? তবে এটা ঠিক যে লাইট ক্যামেরা অ্যাকশনে কিছু হোক বা না হোক রাজনীতির ময়দানে দুজনের এনডিএ- এর ছত্রছায়াতেই ক্যারিয়ারের ইনিংস এগিয়ে নিয়ে যেতে চলেছেন।



 
 
 
 



































































































































