একুশের বিধানসভার পর চব্বিশের লোকসভা, তামাম সংবাদ মাধ্যমের বুথ ফেরৎ সমীক্ষাকে ভুল প্রমাণ করে রাজ্যে সবুজ ঝড়! ৪৭ শতাংশ ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রমাণ করলেন “বাংলা নিজের মেয়েকে চায়”!


আজ, মঙ্গলবার গণনার দিন বেলা যত গড়িয়ছে, সেই এক্সিট পোলের রিপোর্টকে ‘এক্সিট’ ডোর দেখিয়ে দিয়েছেন বাংলার মানুষ। এই প্রতিবেদন লেখা সময় পর্যন্ত বাংলায় ৪২টি আসনের মধ্য়ে তৃণমূল এগিয়ে ২৯টি আসনে। বিজেপির পক্ষে আসন সংখ্যা ১২টি। কংগ্রেস এগিয়ে ১টি আসনে। বাম তথা সিপিএম যথারীতি শূন্য। ফলাফল সামনে আসতেই উড়ছে সবুজ আবির। ডিজে ট্রাকে বাজছে, ‘খেলা হবে…’। মানুষের রায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীই থাকছেন মসনদে।

অন্যদিকে, এক্সিট পোল নিয়ে জোর কটাক্ষ শুরু হয়েছে! অধিকাংশ এক্সিট পোলেই এগিয়ে ছিল বিজেপিই। কিন্তু এদিন ইভিএম খুলতে দেখা অন্য ছবি। চূড়ান্ত ফল আসেনি এখনও। তবে গতবারের জেতা আসনগুলি পিছিয়ে পদ্মশিবির।











































































































































