ওড়িশায় ২৪ বছর পর খাদের কিনারায় নবীন পট্টনায়কের বিজেডি

0
1

লোকসভায় অনেকটা পিছিয়ে থাকলেও বিধানসভায় লড়াই করছে বিজু জনতা দল। ওড়িশায় ২৪ বছর ক্ষমতায় রয়েছেন নবীন পট্টনায়ক। ২০০০ সাল থেকে পাঁচটি বিধানসভা ভোট গিয়েছে, বিরোধী দল বদলালেও শাসক দলের কোনও পরিবর্তন হয়নি। কিন্তু এই মূহুর্তে যা পরিস্থিতি, তাতে বদলাতে পারে ২০২৪-এর বিধানসভার ফলাফল। এবার লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে ওড়িশায়। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বার বার ওড়িশায় বিজেডির সঙ্গে জোটের জন্য সওয়াল করলেও, রাজ্য বিজেপি নেতৃত্বের জন্য জোট হয়নি। ভোটের ফলের প্রাথমিক যা ট্রেন্ড তাতে বোঝা যাচ্ছে লোকসভায় অনেকটা এগিয়ে থাকলেও বিধানসভায় বেশ লড়াই করছে বিজেডি।

১৪৭টি আসনবিশিষ্টি ওড়িশায় এখনও পর্যন্ত ৭৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৫৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেডি। শুধু তাই নয়, ওড়িশায় ১২টি আসনে এগিয়ে কংগ্রেস, খাতা খুলতে পারে সিপিএমও, একটি আসনে এগিয়ে তারা। ওড়িশায় সরকার গড়তে গেলে প্রয়োজন কমপক্ষে ৭৪টি আসন। ২০১৯ সালের বিধানসভায় ১১২টি আসনে জিতেছিল নবীনের দল, বিজেপি পেয়েছিল মাত্র ২৩টি আসন। এই বছরের বিধানসভা ভোটে সরকার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেটা হলে পতন ঘটতে পারে দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে মুখ্যমন্ত্রী থাকা নবীন পট্টনায়কের সরকারের। শুধু তাই নয়, ওড়িশায় বাড়তে পারে কংগ্রেসের আসন সংখ্যাও। ২০১৯ সালের বিধানসভায় ৯টি আসন জিতেছিল কংগ্রেস, এ বার সেখানে তারা এগিয়ে ১২টি আসনে।

তবে বিজেডি পিছিয়ে থাকলেও দলের প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক অনেকটাই এগিয়ে রয়েছেন।আড়াই দশকের মুখ্যমন্ত্রী তথা বিজেডির প্রতিষ্ঠাতা-প্রধান নবীন পট্টনায়কের অসুস্থতা, ভোটের আগে থেকেই চর্চায় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই আবহে নবীন পট্টনায়ক সব জল্পনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, তাঁর উত্তরসূরি রাজ্যের জনগণই নির্ধারণ করবে।