কোনওমতে প্রাণরক্ষা তাজ এক্সপ্রেসের যাত্রীদের। ভয়াবহ আগুন লেগে যাওয়ার পর যাত্রীদের বের করে আনার কারণে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। তবে দিনে দুপুরে রাজধানীর অদূরে তাজ এক্সপ্রেসের তিনটি কামরায় আগুন লেগে যাওয়ার ঘটনা আবার প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা।
সোমবার দুপুরে, আগ্রাগামী তাজ এক্সপ্রেসে হঠাৎ করেই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। তাজ এক্সপ্রেসের চারটি বগিতে আগুন লেগেছে বলে খবর পৌঁছায়। দিল্লির সরিতা বিহারের কাছে এই আগুন লাগার ঘটনা ঘটে। ৪.২৪ নাগাদ দিল্লির দমকল বিভাগে চারটি বগিতে আগুন লাগার খবর পৌছায়। ঘটনাস্থলে দেখা যায় তিনটি বগিতে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে হঠাৎ ঠিক কীভাবে এই আগুন লাগল সেটা যদিও এখন অজানা।
আচমকা এমন একটা ঘটনা হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত যাত্রীরা। তবে নর্দান রেলের তরফে জানানো হয়েছে, কোনও যাত্রী এই ঘটনায় আহত হননি। এই অবস্থায় রেলের ডিসিপি কেপিএস মালহোত্রা জানিয়েছেন, ট্রেনের ক্ষতি হলেও সমস্ত যাত্রী এই মুহূর্তে নিরাপদ। জানা গিয়েছে, তাজ এক্সপ্রেসে হঠাৎই আগুন দেখতে পাওয়া যায়। তুঘলকাবাদ ও ওখলা স্টেশনের মধ্যে দিল্লির সরিতা বিহারের সামনে এসে এই ঘটনা প্রকাশ্যে আসে। উত্তর রেলওয়ের সিপিআরও এই বিষয়ে জানিয়েছেন, ট্রেন থেকে নিরাপদে সকল যাত্রীদের নামিয়ে আনা সম্ভব হয়েছে।