ফের মাঝ আকাশে বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। নয় নয় করে গত তিনদিনে তিনবার। সোমবারও ফের একই ঘটনা ঘটল ভারতীয় বিমানসংস্থার উড়ানে। দিল্লি থেকে মুম্বইগামী উড়ান নিরাপত্তার কারণে নামিয়ে দেওয়া হল আহমেদাবাদে।জানা গিয়েছে, সোমবার সকালে দিল্লি থেকে রওনা দিয়েছিল আকাসা এয়ারওয়েজের QP1719 বিমান। ১৮৭ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন উড়ানটিতে। যাত্রীদের মধ্যে ছিল একটি শিশুও। দিল্লি থেকে মুম্বই যাওয়ার কথা ছিল ওই বিমানটির। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উড়ানটি নিরাপদ নয় বলে জানা যায়।তড়িঘড়ি বিমানটি মুম্বইয়ের পরিবর্তে ঘুরিয়ে দেওয়া হয় আহমেদাবাদে। এর ফলে যাত্রীদের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়ায়। কারণ, কেন বিমানের তড়িঘড়ি অবতরণ তা কিছুতেই বুঝে উঠতে পারেননি যাত্রীরা। তাদের মধ্যে প্রশ্ন ওঠে, তবে কেন বিমানটি ওড়ার পর জানা গেল যে সেটি নিরাপদ নয়?
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে,সকাল সোয়া দশটা নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে আকাসা এয়ারওয়েজের বিমানটি নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের বিমান থেকে বের করে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় বিমানটিতে। কিন্তু কিছুই পাওয়া যায়নি। তবে যাত্রী এবং বিমানকর্মীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে। যদিও উড়ানে ঠিক কী ধরনের বিপদের খবর মিলেছিল, তা এখনও জানা যায়নি।
আসলে গত শুক্রবার থেকে একাধিকবার উড়ানে বোমাতঙ্ক ছড়িয়েছে। মাঝ আকাশে বিমানের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। কখনও শ্রীনগরগামী বিমান, কখনও বা মুম্বইয়ের বিমানে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায়। সপ্তম দফার ভোটগ্রহণের দিন ফের বিমানে বোমা রাখা রয়েছে বলে খবর প্রকাশ্যে আসে। রবিবার একটি আন্তর্জাতিক উড়ানেও বোমাতঙ্ক ছড়ায়। তবে কোনওক্ষেত্রেই বড়সড় বিপদ ঘটেনি।
 









































































































































