ভোট মিটতেই ফের শুরু অশান্তি! কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে ‘গাজোয়ারি’ BJP-ISFএর

0
3

ভোট মিটতেই ফের বঙ্গে অশান্তি শুরু বিজেপি (BJP) ও আইএসএফের (ISF)। এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও কুলতলিতে তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে শুধু দক্ষিণ ২৪ পরগণাই নয়, নিউটাউনেও তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। ভোটে পরাজয় নিশ্চিত জেনেই ফলাফল ঘোষণার আগে ফের গাজোয়ারি শুরু বিজেপি-আইএসএফের।

রবিবার নিউটাউনে দলীয় কার্যালয়ের সামনেই আক্রান্ত হন এক তৃণমূল কর্মী। অনুপ বিশ্বাস নামে ওই ব্যক্তি নিউটাউনের শুলংগুঁড়ির দক্ষিণপাড়ার বাসিন্দা। রবিবার রাতে বাড়ি ফেরার পথে এলাকারই বেশ কয়েকজন তাঁকে মারধর করে বলেই অভিযোগ। হামলাকারীরা এলাকার বিজেপি কর্মী বলেই পরিচিত। এছাড়া কলকাতার বিভিন্ন প্রান্তেও মিলেছে ভোট পরবর্তী হিংসার খবর।

সূত্রের খবর, রবিবার রাতে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরআইটে নতুন করে বোমাবাজি শুরু হয়। প্রায় গোটা রাতভরই চলে অশান্তি। দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। কাঠগড়ায় আইএসএফ। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, ভোট মিটতেই হারের পূর্বাভাস পেয়ে গাজোয়ারি শুরু আইএসফের। বাইক বাহিনী ঢুকিয়ে এলাকায় বোমাবাজি করেছে তারা। পাশাপাশি কুলতলিতেও মিলেছে অশান্তির খবর। বাড়়িতে ঢুকে তৃণমূলের মহিলা সমর্থককে মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাকে মারধর করতে দেখে বাধা দিতে যান তাঁর মেয়ে। অভিযোগ, দুজনকেই বেধড়ক মারধর করা হয়। তাঁরা দুজনেই কুলতলির জামতলার ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে, কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।