কমপক্ষে ২৬টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত! দাবি দেবের

0
2

রাত পোহালে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনের গণনা ও ফলপ্রকাশ। বিভিন্ন সংস্থা বুথ ফেরৎ সমীক্ষা বা এক্সিট পোলে গোটা দেশের মতো বাংলাতেও বিজেপিকে এগিয়ে রাখলেও রেজাল্ট আউট নিয়ে অন্য কথা বললেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। হোয়াটস অ্যাপ গ্রুপে দিলেন বার্তাও। “আমরাই জিতছি, তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পাবে।”

দেবের দাবি, রাজ্যে তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। এই সংখ্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে। তৃণমূলের ঘাটাল লোকসভা ইলেকশন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব তাঁর এই মন্তব্য করেছেন। ঘাটাল সহ সারা বাংলায় দলের সমস্ত পার্টি কর্মী ও সমর্থকদের দেব আশ্বাস দেন, বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে মাথা ব্যথার দরকার নেই, কারন বাংলা তৃণমূল সবচেয়ে বেশি আসন পাবে।

বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল প্রকাশের পরেই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বেশিরভাগ সমীক্ষায় তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। এমন আবহে বেশ হতাশ তৃণমূলের কর্মীরা। কিন্তু কর্মীদের চাঙ্গা করতে আসরে নেমেছেন দেব। দলের সবর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাও পোস্ট করেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক যুব সভাপতি সৌরভ চক্রবর্তী। ১ লক্ষ ৭০ হাজার গাছ ‘অর্ডার’ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। দেব জানিয়েছিলেন, তিনি যা মার্জিনে জিতবেন, সেই সংখ্যক গাছ লাগাবেন ঘাটাল জুড়ে।