সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সপ্তম তথাশেষ দফাতেও নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক ভোটের হারের থেকে চূড়ান্ত ভোটের হার বেশকিছু বৃদ্ধি পেয়েছে। গতকাল, রবিবার নির্বাচন কমিশন শেষ দফায় ভোটদানের যে হার জানিয়েছিল, আজ সোমবার তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে ভোটবৃদ্ধির হার প্রায় ৩ শতাংশ। যদিও শেষ দফায় রাজ্যের যে ৯টি আসনে ভোট হয়েছে, তা ২০১৯ সালের তুলনায় কম
গত, শনিবার সপ্তম তথা শেষ দফায় দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ মিলিয়ে মোট ৯টি কেন্দ্রে ভোট হয়েছে। রবিবার নির্বাচন কমিশনের তরফে এই কেন্দ্রগুলিতে ভোটের যে হার দেওয়া হয়েছিল তার গড় ছিল ৭৩.৭৯ শতাংশ। কিন্তু সোমবার নতুন করে ভোটের হার প্রকাশ করেছে কমিশন। যেখানে ভোটদানের গড় হার বেড়ে দাঁড়াল ৭৬.৮ শতাংশ। অর্থাৎ, প্রতিটি লোকসভা কেন্দ্রেই কমবেশি ১-২ শতাংশ করে ভোটের হার বেড়েছে।
একনজরে সোমবার কমিশনের দেওয়া ভোটের হার:
দমদম ৭৩.৮১
বারাসত ৮০.১৮
বসিরহাট ৮৪.৩১
জয়নগর ৮০.০৮
মথুরাপুর ৮২.০২
ডায়মন্ড হারবার ৮১.০৪
যাদবপুর ৭৬.৬৮
কলকাতা উত্তর ৬৩.৫৯
কলকাতা দক্ষিণ ৬৬.৯৫
২০২৪ সালের চূড়ান্ত ভোটের হার ২০১৯-কে টপকাতে পারল না। কারণ, ২০১৯ সালে এই ৯টি কেন্দ্রে ৭৮.৮৪ শতাংশ ভোট পড়েছিল।