ভোট মিটতেই ফের শ্লীলতাহানির অভিযোগ! কলকাতায় আটক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

0
1

ভোটের ফলাফল বেরনোর আগেই ফের শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান (Central Force)। অভিযোগ, রবিবার রাতে ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলার শ্লীলতাহানি করেন তিনি। ইতিমধ্যে অভিযুক্ত জওয়ানকে (Jawan) আটক করেছে চিৎপুর থানার পুলিশ (Chitpur)। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কিন্তু এই প্রথম নয়। লোকসভার ভোট চলাকালীন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তফসিলি জনজাতির এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, রবিবার রাত আড়াইটে নাগাদ ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিলেন অভিযুক্ত জওয়ান। অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন তিনি। এরপর বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। মহিলার দাবি, বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই জওয়ান। এরপরই চিৎকার করে শুরু করেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর সেখানে পৌঁছে যায় চিৎপুর থানার পুলিশ।

এরপরই স্থানীয়েরা ওই জওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে জওয়ানকে আটক করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।