বারাসাত, মথুরাপুরের দুই বুথে সকাল থেকে চলছে পুনর্নির্বাচন

0
10

রাত পোহালেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের গণনা। প্রতিটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা! প্রায় সমস্ত বুথ ফেরৎ সমীক্ষা বা এক্সিট পোলে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদির ফেরার আভাস দেওয়া হয়েছে। বাংলাতেও শাসক তৃণমূলের চেয়ে আসন সংখ্যায় এগিয়ে থাকবে বিজেপি, এমনটাই দাবি করা হয়েছে বেশিরভাগ বুথ ফেরৎ সমীক্ষায়। যদিও বিজেপি বিরোধীরা এই সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ। বরং, ইন্ডিয়া জোটের তরফে দাবি করা হয়েছে কমপক্ষে ২৯৫ আসন নিয়ে ক্ষমতায় আসবে তারা।

এরই মাঝে ফের ভোট! আজ, সোমবার বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো আজ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শনিবার শেষ তথা সপ্তম দফাতেই ভোট হয়ে গিয়েছে বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে। পুর্ননির্বাচন হবে বারাসতের দেগঙ্গার ১২০ নম্বর বুথ ও মথুরাপুরের কাকদ্বীপের ১৩১ নম্বর বুথে। এখনও পর্যন্ত যা খবর, এই দুই বুথেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

ভোটপ্রক্রিয়ায় যদি অনিময়ের অভিযোগ ওঠে, তাহলে সেই অভিযোগ খতিয়ে দেখে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারে কমিশন। ডায়মন্ড হারবারেও পুনর্নির্বাচনে দাবি তুলেছিল সিপিএম ও বিজেপি। কিন্তু সেই দাবি খারিজ হয়ে গিয়েছে।