দক্ষিণ আফ্রিকার (South Africa) সাধারণ নির্বাচনে (Election) এবার ধরাশায়ী শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (African National Congress)। বিগত ৩০ বছরে এমন হালের সম্মুখীন কবে হয়েছিল প্রয়াত নেলসন ম্যান্ডেলার (Nelson Mandela) দল তা রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করতে পারছেন না বলে খবর। এই প্রথমবার কেন্দ্রীয় আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে এএনসি (ANC)। সাধারণ নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে এবারের ভোটে মাত্র ৪০ শতাংশ ভোট পেয়েছে তারা। যার ফলে ৪০০ আসন বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভায় ম্যাজিক ফিগার ২০১ আসন পাওয়ার লক্ষ্যে বড়সড় ধাক্কা লেগেছে বলে খবর।
তবে কানাঘুষো শোনা যাচ্ছে, নেলসন ম্যান্ডেলার দলকে ক্ষমতায় ফিরতে হলে জোট সরকারে যেতে হবে ওই দলকে। অন্যদিকে, দ্বিতীয় স্থানাধিকারী ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স পেয়েছে মাত্র ২১ শতাংশ ভোট। প্রাক্তন প্রেসিডেন্ট তথা দলত্যাগী এএনসি নেতা জ্যাকব জুমার এমকেপি-কে সমর্থন করেছেন ১৪ শতাংশ ভোটার। ২০১৯ সালের নির্বাচনে এএনসি পেয়েছিল ৫৭ শতাংশ ভোট। জিতেছিল ২৩০ আসনে। এবার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দল এএনসিকে সরকার গড়তে হলে জুমা বা ইকোনমিক ফ্রিডম ফাইটার্স-এর হাত ধরতে হবেই।
১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় এসেছিল নেলসন ম্যান্ডেলার দল এএনসি। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ম্যান্ডেলা। তারপর থেকে গত ৩০ বছর ধরে দলটি দেশ শাসন করে যাচ্ছে। যদিও সময় যত গড়িয়েছে এএনসির ভোটের হার পাল্লা দিয়ে কমেছে। তবে চলতি সাধারণ নির্বাচনের ফলপ্রকাশের পর তবে কি নেলসন ম্যান্ডেলার দলের একচেটিয়া শাসন শেষ হতে চলেছে দক্ষিণ আফ্রিকায়? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।