গুজরাটের জামনগরে অনন্ত আর রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের (Pre wedding ceremony of Ananta Ambani Radhika Merchant) প্রথম পর্বে সমাজমাধ্যম জুড়ে শুধুই ছবির আধিক্য দেখা গেছিল। কিন্তু দ্বিতীয় পর্বে একটু অন্য পথে হাঁটলেন মুকেশ -নীতা আম্বানিরা। ইটালিতে জলপথে হল প্রি ওয়েডিং সেরেমনির পাট টু ভার্শন। বলিউডের (Bollywood )পাশাপাশি হলিউডও হাজির। কিন্তু অনুষ্ঠানের বিস্তারিত ছবি বা ভিডিও সমাজমাধ্যমের পাতায় সেভাবে উঠে না আসায় অনেকেই বলছেন এবার কি জাঁকজমকে রাশ জানতে চাইছেন ধনকুবের?
চলতি বছরের ১ মার্চ থেকে পর পর তিন দিন ধরে জামনগরে হয় প্রথম অনুষ্ঠানটি। অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠানের (Pre wedding ceremony of Ananta Ambani Radhika Merchant) জন্য সেখানে হাজির হয়েছিল প্রায় গোটা বলিউড। এক মঞ্চে দেখা যায় তিন খানকে। ছিলেন রিহানার মতো আন্তর্জাতিক তারকা। মার্ক জুকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্পও অংশগ্রহণ করেন। এবারও কার্যত গোটা বলিউড পাড়ি দিয়েছে বিদেশে। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে গান গেয়েছেন আমেরিকান পপ তারকা কেটি পেরি, পিট বুল, ব্যাক স্ট্রিট বয়েজ়ের (Backstreet boys) মতো ব্যান্ড পার ফোন করেছে বলে জানা যাচ্ছে। খ্যাতনামী আফ্রিকান ডিজে ব্ল্যাক কফি একটি বিশেষ অনুষ্ঠান করেন। বলিউডের গুরু রানধাওয়া গিয়েছিলেন গাইতে। যদিও শাহরুখ বা সলমনরা কোন অনুষ্ঠান করেছেন কিনা সেটা জানা যায়নি।
আগামী ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের(Ananata Ambani Radhika Merchant Wedding) অনুষ্ঠান। নিমন্ত্রণপত্র ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। অনেকেই বলছেন বিদেশের মাটিতে প্রি-ওয়েডিং সেরিমনির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ায় নিরাপত্তাজনিত কারণেই ছবি বাইরে আনতে চান না আম্বানি কর্তা।