ফের রেল দুর্ঘটনার (Rail Accident) খবর শিরোনামে। রবিবার ভোররাতে পাঞ্জাবে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ।অমৃতসর-দিল্লি (Amritsar-Delhi) রেললাইনের ফতেগড় সাহেবের কাছে একই লাইনে দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হওয়ার একটি ট্রেন খেয়ে উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ লোকো পাইলট। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে রেল পুলিশ। যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেছে মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয়ে এক মালগাড়ির উপর উঠে গিয়েছে আরেকটি মালগাড়ি। কীভাবে একই ট্রাকে দুটি ট্রেন চলে এলো তা নিয়ে প্রশ্নের মুখে রেল।


শনিবার দুর্ঘটনার মুখে পড়ে নীলাচল এক্সপ্রেস। নিউ দিল্লি থেকে পুরী গামী নীলাচল এক্সপ্রেস ট্রেন দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন সুইসা স্টেশনের কাছে পৌঁছনো মাত্র আচমকাই ইলেকট্রিক তার ছিঁটকে পড়ে বিপত্তি ঘটে। হঠাৎ এই ঘটনায় ট্রেন যাত্রীর একাংশ গুরুতর আহত হন। মাথায়, মুখে ধাক্কা লাগে বেশ কিছু যাত্রীর। রক্তাক্ত হয়ে পড়ে কামরার মেঝে। সেই ঘটনার যের কাটতে না কাটতেই রবিবাসরীয় ভরে এর রেল দুর্ঘটনার খবর। আহতদের ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।










































































































































