বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি ছবি হৃদয় দিয়ে উপলব্ধি করলেন দিল্লির মানুষ। দিল্লির বাংলাদেশ হাইকমিশন শনিবার স্থানীয় একটি প্রেক্ষাগৃহে মুজিব: দ্য মেকিং অব এ নেশন ছবির একটি প্রদর্শনীর আয়োজন করে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এবং পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে নির্মিত এই ছবিটি বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিল্লিতে এই প্রথম বাংলা ভাষায় প্রদর্শিত হয়।

প্রদর্শনীর শুরুতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর স্বাগত ভাষণে বাঙালির স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁর কথায়, ছবিটি তাঁর প্রারম্ভিক জীবন, রাজনীতিতে হাতেখড়ি, আন্দোলন-সংগ্রাম, নেতা ও ব্যক্তি বঙ্গবন্ধুর জীবনের টানাপোড়েন, বারবার কারান্তরালে যাওয়া, বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকা এবং সর্বোপরি একটি জাতির জন্মের সঙ্গে সঙ্গে তার চূড়ান্ত উত্থানকে ধারণ করেছে। হাইকমিশনার মহান এই নেতাকে তাঁর ঐন্দ্রজালিক নেতৃত্ব, অদম্য সাহস, রাজনৈতিক প্রজ্ঞা এবং নিঃস্বার্থ মানসিকতার বিবেচনায় এই শতাব্দীর কিংবদন্তি নেতাদের একজন বলে অভিহিত করেন। ভারতের বিদেশ দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা, দিল্লির বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন প্রদর্শনীতে। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রেক্ষাগৃহ।
আরও পড়ুন- তেরঙা নিয়ে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত প্রাক্তন সেনা জওয়ান, মৃত্যুর পরেও হাততালি দর্শকদের!









































































































































