২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল যা-ই হোক, ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নাম উঠে গেল বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের এই নির্বাচনের। সর্বাপেক্ষা ব্যয়বহুল নির্বাচন হিসাবে সব রেকর্ড ছাপিয়ে গেল লোকসভা নির্বাচন ২০২৪। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের পরিসংখ্যান বলছে দেশের প্রত্যেক নাগরিকের একটি ভোট পিছু খরচ করা হয়েছে প্রায় ১,৪০০ টাকা, এতটাই দেশের সব রাজনৈতিক দল থেকে প্রার্থী ও নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে।


২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোট খরচের পরিসংখ্যান বলছে অঙ্কটা ১.৩৫ লক্ষ কোটি টাকা। এই অঙ্কটা গত লোকসভা নির্বাচনের থেকে এক লাফে বেড়ে প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে সর্বমোট খরচ হয়েছিল সর্বোচ্চ ৬০ হাজার কোটি টাকা। স্বাভাবিকভাবেই দাবি করা যায়, দেশের ইতিহাসে এত ব্যয়বহুল নির্বাচন আগে হয়নি। রাজনীতিকদের মতে প্রায় দেড় মাস দীর্ঘ সময় ধরে নির্বাচন চলার কারণে রাজনৈতিক দলগুলির প্রচারের খরচ অনেক বেড়ে গিয়েছে।

নির্বাচন কমিশন প্রত্যেক প্রার্থী পিছু ৯৫ লক্ষ টাকা ব্যয়ের সীমারেখা বেঁধে রেখেছে। তবে রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে এরকম কোনও সীমা বাঁধা নেই। যার ফলে রাজনৈতিক দলগুলি নির্বাচনে যথেচ্চ খরচ করার সুবিধা পেয়ে যায়। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে বিশ্বের সবথেকে ব্যয়বহুল নির্বাচন ছিল ২০২০ সালের আমেরিকার নির্বাচন। সেই নির্বাচনে ব্যয় হয়েছিল ভারতীয় মুদ্রার ১.২ লক্ষ কোটি টাকা। এবারের লোকসভা নির্বাচনে দেখা গেল আমেরিকাকেও টেক্কা দিল ভারতের রাজনৈতিক দলগুলি।











































































































































