সব কিছু ঠিক থাকলে আগামী মরশুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন কিলিয়ান এমবাপে। আর তার আগে বিপত্তি । পিএসজিতে শেষ বছর আগেই জানিয়ে দিয়েছিলেন এমবাপে। এবার জানা যাচ্ছে, দলের সেরা ফুটবলারকে বিনামূল্যে ছেড়ে দিতে রাজি নয় পিএসজি।এমবাপের এপ্রিল মাসের বেতন এবং ভাতা আটকে দিয়েছে তারা।
এই নিয়ে ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেতন এবং ভাতা মিলিয়ে এপ্রিল মাসে ৮ কোটি ইউরো বা ৭২৪ কোটি টাকা পাওয়ার কথা। সেটি আটকে দেওয়া হয়েছে। ক্লাবের তরফে আগেই নাকি এমবাপেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। যদিও এই নিয়ে কোন মুখ খোলেননি এমবাপে। যদিও এই নিয়ে ক্লাবের দাবি, গত মরশুমের শুরুতেই পিএসজি-র সঙ্গে নাকি এ রকম চুক্তি হয়েছিল এমবাপের। পিএসজি-র এক প্রতিনিধি বলেন, “সব কিছু নিয়েই আলোচনা চলছে।” তবে ক্লাবের একাধিক প্রতিনিধি এমবাপেকে বেতন না দেওয়ার কথা স্বীকার করেছেন।
৩০ জুন পিএসজি-র সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপের। সাত বছর পর পিএসজি ছাড়ছেন তিনি।
আরও পড়ুন- এবার টিম ইন্ডিয়ার কোচ পদ নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন তিনি?