এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল মায়ানমার (Mayanmar)। রবিবার মায়ানমারের স্থানীয় সময় বেলা ২টা ১৪ মিনিট ৫৭ সেকেন্ডে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। তবে সেভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে বুধবারের কম্পনের ধাক্কা সামলাতে না সামলাতেই রবিবার ফের ভূমিকম্পে স্বভাবতই সমস্যায় স্থানীয়রা। আর মায়ানমারের এই ভূমিকম্পের জেরে এদিন কেঁপে ওঠে বাংলাদেশের (Bangladesh) একটা বড় অংশ। রবিবার দুপুরে ঢাকা-সহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।
ঢাকা শহর থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে মায়ানমারের মাওলাইক এলাকায় কম্পন অনুভূত হয়। এদিন বাংলাদেশের রাজধানী শহর ছাড়াও কুমিল্লা, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়িতে কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিটে কম্পন টের পান স্থানীয়রা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল হওয়ায়, তার তীব্রতা ছড়িয়ে পড়ে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার দূরেও। আর সেকারণেই বাংলাদেশের এতগুলি জেলায় ভূমিকম্পের প্রভাব পড়েছে।
এর আগে গত বুধবারও বাংলাদেশ লাগোয়া মায়ানমারের মাওলাইক এলাকায় ভূমিকম্প হয়েছিল। ৫.৬ মাত্রার কম্পনের প্রভাব পড়েছিল ঢাকা, চট্টগ্রামেও।