নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ নিয়ে নির্বাচনের প্রথম দফার পর থেকেই সরব হয়েছে বিরোধীরা। বারবার বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন সদনে আন্দোলন, এমনকি গ্রেফতারও হতে হয়েছে বিরোধীদের। শেষ পর্যায়েও জারি থাকল সেই রকমই অসন্তোষ। I.N.D.I.A. জোটের সদস্যদের দাবি এবার গণনায় আইন ভেঙে ব্যালট গণনার পরিকল্পনা নিয়েছে কমিশন। ভোট গণনার সম্পূর্ণ গাইড লাইন প্রকাশের দাবি জানানোর কথা শনিবারই জোটের নেতৃত্ব জানিয়েছিলেন। রবিবার আধিকারিকদের সঙ্গে দেখা করে সেই দাবিই জানালেন অভিষেক মনু সাংভি, সীতারাম ইয়েচুরি, ডি রাজা সহ একাধিক নেতৃত্ব।

জোটের নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয় ১৯৬১ সালের নিয়ম অনুযায়ী যেন ইভিএম গণনার আগে ব্যালট গণনা করে ঘোষণা করা হয়। কোনওভাবেই আইন ভেঙে কমিশনের এই নিয়ম বদলানোর বিরোধিতা করা হয়। কন্ট্রোল ইউনিটের সিসিটিভির নজরদারিতে নিরাপত্তা দাবি করা হয়।


বিরোধীরা নির্বাচন কমিশনে যেতেই সেখানে হাজির বিজেপিও। কমিশনের গুরুত্ব ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বাধীন বিজেপি প্রতিনিধিদলও।











































































































































