গণতন্ত্রের উৎসবে শামিল টলিউড, সকাল সকাল ভোট দিলেন সেলেবরা 

0
2

সপ্তম তথা শেষ তথার লোকসভা নির্বাচনে ভোট উৎসবে মেটে উঠলো টলিউড। সাত সকালে বেলগাছিয়ার একটি বুথে ভোট দিতে যান মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁকে ঘিরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও মিঠুন এ দিন কোনও রাজনৈতিক বক্তব্য রাখেননি। বেলা বাড়তেই নিজের ভোটকেন্দ্রে প্রবেশ করেন অপর্ণা সেন (Aparna Sen)। তিনি অবশ্য ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি।

তবে নুসরত জাহান থেকে শুরু করে পরিচালক অরিন্দম শীল (Arindam Sil), আবির চট্টোপাধ্যায়রা (Abir Chatterjee) ভোট দানের পর হাসিমুখেই পোজ দিলেন ক্যামেরার সামনে। দক্ষিণ কলকাতায় মহিলা দ্বারা পরিচালিত বুথে ভোট দিয়ে প্রার্থী মালা রায়ের জয়ের ব্যাপারে আশাবাদী অভিনেতা দেব (Dev)। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য ধন্যবাদ জানালেন নির্বাচন কমিশনকে(ECI)।

প্রশ্ন করলেই নিমেষে উত্তর! দেশের প্রথম ‘মাস্টারমাইণ্ড’ বাঙালিকে চেনেন?

যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ সকাল সকাল ভোট দিয়ে তারপর বুথ পরিদর্শনে বেরিয়ে যান। বিক্ষিপ্ত অশান্তির খবরের প্রসঙ্গে তিনি বলেন আসলে বিরোধীরা বুঝে গেছেন তাঁদের আর কিছু করার নেই। তাই হেরে যাওয়ার ভয়ে আগে থেকে বাহানা বানিয়ে রাখতে চাইছেন তাঁরা। বালিগঞ্জের আব্দুল ওয়াহিদ মেমোরিয়াল স্কুলে ভোট দিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। যদিও এদিন তাঁর সঙ্গে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) দেখা মেলেনি।

অরিন্দম শীল অবশ্য স্ত্রীকে নিয়েই ভোট দিতে এসেছিলেন। সাদা কালো পোশাকের রংমিলান্তিতে গোটা পরিবারকে নিয়ে ভোট দিতে দেখা গেল রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty)। মাকে হুইলচেয়ারে বসিয়ে বিধায়ক-প্রযোজক-অভিনেতা ভোট দেন। সঙ্গে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), ভাগ্নি সৃষ্টি পাণ্ডে।

প্রথম বার নিজের কেন্দ্রে ভোট দিতে পেরে খুশি লাভলী মৈত্র।

শনিবার সকাল থেকেই সেলেবরা বুথমুখী। এদিন বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিকের সঙ্গে দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রে সবুজ পোশাকে ভোট দেন কোয়েল মল্লিক (Koel Mallick)।

বিয়ের পর প্রথম ভোট তাই এক সঙ্গেই দেখা গেল সৌরভ- দর্শনাকে । সপরিবারে ভোট দেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তনুশ্রী চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তীরাও সোশাল মিডিয়ায় ভোটচিহ্ন দেখিয়ে ছবি পোস্ট করলেন। দিতিপ্রিয়া, ঋতব্রত, ঈশা সহ এই প্রজন্মের তারকাদেরও উৎসাহের সঙ্গে ভোট দিতে দেখা গেছে।