হাতে আর মাত্র একদিন, তারপরই শুরু টি-২০ বিশ্বকাপ। ২ জুন থেকে শুরু হবে এই মেগা টুর্নামেন্ট। আর ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। আর তারই প্রস্তুতি টিম ইন্ডিয়া। আর এরই মাঝে টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে আইসিসির একটি ভিডিওতে ভারত অধিনায়ক বলেন, “আগে এখানে খেলিনি আমরা। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ৫ জুন আমাদের প্রথম ম্যাচের সময় যেরকম আবহাওয়া থাকবে, সেটার সঙ্গে সড়গড় হতে হবে।” এরপরই রোহিত বলেন, “ স্টেডিয়ামটা খুবই সুন্দর। প্রথম ম্যাচে যখন দর্শকরা মাঠে খেলা দেখতে আসবেন, তখন আরও ভালো লাগবে।”

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও। বৃষ্টির থেকে বাঁচতে হোটেল থেকে বেরিয়ে এক ছুটে ক্যাবে উঠেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। জল থেকে বাঁচতে এক লাফ রোহিত-দ্রাবিড়ের। নিউইয়র্কে হচ্ছে বৃষ্টি । তার মধ্যেই রোহিত এবং দ্রাবিড়কে দেখা যাচ্ছে ক্যাব ধরার জন্য দৌড়তে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বেশ ভারী বৃষ্টি হচ্ছে। একটি হোটেলের ভিতর থেকে রোহিত রাস্তায় ক্যাব দাঁড় করান। তার পর রাস্তার জমা জলের উপর দিয়ে একলাফ মেরে ছুটে গিয়ে ক্যাবে উঠে পড়েন রোহিত। তারপর দ্রাবিড়কেও দেখা যায় একই ভাবে ক্যাবে উঠতে। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস










































































































































