দেশের সোনা। কিন্তু নানা আইনি জটিলতায় পড়ে রয়েছে বিদেশের ভল্টে। তার মধ্যে ১০০ টন সোনা ব্রিটেনের ভল্ট থেকে ভারতে ফেরানোর উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোনার (Gold) সঙ্গে জড়িয় আছে ভারতীয়দের আবেগ। ১৯৯১ সালের পর এই প্রথম এত পরিমাণ সোনা আসছে দেশে।
বিদেশের ভল্টে রয়েছে ভারতীয় সোনার এক-তৃতীয়াংশ। ব্রিটেনের (Britain) ভল্টে এই সোনা রাখার জন্য ব্যাঙ্ক অফ ইংল্যান্ডকে ‘স্টোরেজ কস্ট’ দিতে হত ভারতকে (India)। এই ১০০ টন সোনা দেশে ফিরলে খরচও বাঁচাবে। এর আগে ১৯৯১ সালে চন্দ্রশেখর সরকার অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়ে। দেশের সোনা বিদেশে বন্দক রাখার সিদ্ধান্ত নেয়। ৪০০ মিলিয়ন ডলার সংগ্রহের জন্য ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ও ব্যাঙ্ক অফ জাপানকে ৪৬.৯১ টন সোনা বন্দক দিয়েছিল RBI। সেই সোনাই ফিরে আসছে দেশে।
এদিকে ১৫ আগে মনমোহন সিং সরকারের আমলে আইএমএফ থেকে ২০০ টন সোনা কিনেছিল আরবিআই। গত বছরই ২৩ টনের মতো আরও সোনা কিনেছিল ভারত। ধীরে ধীরে দেশের সোনার সঞ্চয় ক্রমশ বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ভারতের কাছে সোনা আছে ৮২২.১ টন। তার মধ্যে বিদেশের ভল্টে রয়েছে ৪১৩.৮ টন সোনা। কিন্তু বিদেশ থেকে সেই সোনা দেশে আনতে গেলে অনেক আইনি জটিলতা পেরতে হয়। এবার সেই সম্পদই এবার ধাপে ধাপে দেশে ফেরাচ্ছে RBI। মুম্বই ও নাগপুরের মিন্ট রোডের আরবিআই বিল্ডিং-এর ভল্টে থাকবে এই সোনা। ১০০ টন সোনা আনার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গেই চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে কেন্দ্রীয় সরকারকে।












































































































































