শেষদফা নির্বাচনের আগেই মধ্য কলকাতায় ভুয়ো কলসেন্টারের (Call centre) পর্দাফাঁস। পুলিশের তৎপরতায় চক্রের পাণ্ডা-সহ গ্রেফতার ৮জন। এর আগেও বউবাজার অঞ্চলের ওই কলসেন্টারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তদন্তে নেমে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার কর্তারা ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয়। কল সেন্টার থেকে সাতজনকে গ্রেফতার করে পুলিশ (Police)।ধৃতদের থেকে বেশ কিছু মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়। তাদের জেরা করে এই চক্রের পাণ্ডার খোঁজ মেলে। বুধবার রাতে তাঁকেও গ্রেফতার করা হয়। জেরায় ধৃতেরা জানিয়েছে, এরাজ্য ও ভিন রাজ্যের বাসিন্দাদের ফোন করে বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর টোপ দিত তারা। টাওয়ার (Tower) বসালে ভাড়া বাবদ প্রচুর টাকা রোজগার হবে। রাজি হয়ে গেলে তার কাছ থেকে ৫ হাজার টাকা চাওয়া হত। টাকা পেয়ে গেলেই যোগাযোগ বন্ধ করে দিত জালিয়াতরা। এভাবেই কলকাতা-সহ গোটা রাজ্য এমনকী, ভিন রাজ্যের বাসিন্দাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। ঘটনায় আরও কারা যুক্ত এখন তার খোঁজ করছে পুলিশ (Police)।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.